২০২৪ সালের জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত।

- আপডেট সময়ঃ ০২:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে।

২০২৪ সালের জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত।

জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড-২০২৪ পরিক্ষা বিয়ানীবাজার উপজেলা শাখার ৮ই মার্চ শনিবার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।এবারের শাপলা কাব অ্যাওয়ার্ড এর ৫৭ জন পরীক্ষার্থী এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এর ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
লিখিত পরীক্ষায় হল পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার গোলাম মোস্তফা মুন্না, উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) কাজী শারমিন নেওয়াজ,উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা শাখার কমিশনার আবুল হোসেন চৌধুরী, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক,উপজেলা স্কাউট লিডার আব্দুল আহাদ , সাধন চন্দ্র দাস,এছাড়া অরো উপস্থিত ছিলেন উপজেলা কাব লিডার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ।
উক্ত পরিক্ষায় কেন্দ্রের সমন্বয়কারী হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউট বিয়ানীবাজার উপজেলা শাখার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,পরীক্ষা মূল্যায়নকারী ছিলেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চল এর প্রমথ সরকার (এলটি) ,বাংলাদেশ স্কাউট সিলেট জেলার সহ সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন(এএলটি), মোহাম্মদ আব্দুল্লাহ(এএলটি ) , লুতফুল হক চৌধুরী , উডব্যাজার , এমদাদুল হক সিদ্দিকী (এলটি), এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দলের ইউনিট লিডার বৃন্দ।
পরীক্ষা মূল্যায়নকারীরা জানান কাবের সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে শাপলা কাব অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন এবং স্কাউটের সবোর্চ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটি মহামান্য রাষ্ট্রপতি দিয়ে থাকেন।
পরীক্ষার্থীরা খুবই শান্তিপূর্ণ ভাবে অংশগ্রহণ করতে পেরেছে এবং জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে সিলেটের সুনাম ধরে রাখবে , আমরা এই প্রত্যাশা করি।