সুনামগঞ্জ শহরের সরস্বতী পূজা পরিদর্শন করলেন পুলিশ সুপার
- আপডেট সময়ঃ ০৭:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করেছেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার পূজা অনুষ্ঠান পরিদর্শনে যান। এছাড়াও বিভিন্ন পূজা পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পুলিশ সুপার পূজা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কৃষ্ণ মোদক,পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শনার্থী।
NEWS UP/S21.M