০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সিলেটে দল গোছাতে ব্যস্ত ছোট সংগঠনগুলো

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৯:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে।

শেখ হাসিনার সরকার পতনের পর সাংগঠনিকভাবে অপেক্ষাকৃত ছোট দলগুলো,রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ছোট দলগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। এছাড়া নির্বাচনকে টার্গেট করে সংগঠন গোছাচ্ছে কয়েকটি দল। তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করছে দলগুলো। করছেন সভা-সমাবেশ স্বাধীনতার পর দেশে বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে, কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থী আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে এগিয়েছে।পতিত সরকারের দমন, পীড়ন ও প্রশাসনিক বাধার কারণে এতদিন । সিলেটে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেননি অনেক দল। সক্ষমতা থাকলেও জনগণের কাছে পরিচিত হতে পারেননি। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে উর্বর সময় চলছে।আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের আহবায়ক মো. ওমর ফারুক জানান, সিলেটে দলের সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে দলগুলো। চলছে থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। সিলেটের ৬টি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।গত শুক্রবার আত্নপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল জাতীয় নাগরিক পার্টি।জাতীয় নাগরিক কমিটি সিলেট মহানগরের সংগঠক ডা. হোসাইন আহমদ বলেন তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইতিমধ্যেই কাজ শুরু করছে জাতীয় নাগরিক কমিটি। এই লক্ষ্য সামনে রেখে সিলেটে সংগঠন গোছাচ্ছে দলটি। বহুত্ববাদকে স্বীকার করেই কীভাবে এগোনো যায় সেদিকে মনোনিবেশ করছেন তারা। তবে দলটি প্রাধান্য দিচ্ছেন জুলাই-আগস্টের গণহত্যা বিচারকে।কমিটি গঠনের পাশাপাশি এসব দলগুলোর নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভাগের বিভিন্ন জেলা সফর করছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের গ্রহণ করছে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটে দল গোছাতে ব্যস্ত ছোট সংগঠনগুলো

আপডেট সময়ঃ ০৯:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

শেখ হাসিনার সরকার পতনের পর সাংগঠনিকভাবে অপেক্ষাকৃত ছোট দলগুলো,রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ছোট দলগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। এছাড়া নির্বাচনকে টার্গেট করে সংগঠন গোছাচ্ছে কয়েকটি দল। তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করছে দলগুলো। করছেন সভা-সমাবেশ স্বাধীনতার পর দেশে বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে, কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থী আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে এগিয়েছে।পতিত সরকারের দমন, পীড়ন ও প্রশাসনিক বাধার কারণে এতদিন । সিলেটে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেননি অনেক দল। সক্ষমতা থাকলেও জনগণের কাছে পরিচিত হতে পারেননি। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে উর্বর সময় চলছে।আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের আহবায়ক মো. ওমর ফারুক জানান, সিলেটে দলের সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে দলগুলো। চলছে থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। সিলেটের ৬টি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।গত শুক্রবার আত্নপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল জাতীয় নাগরিক পার্টি।জাতীয় নাগরিক কমিটি সিলেট মহানগরের সংগঠক ডা. হোসাইন আহমদ বলেন তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইতিমধ্যেই কাজ শুরু করছে জাতীয় নাগরিক কমিটি। এই লক্ষ্য সামনে রেখে সিলেটে সংগঠন গোছাচ্ছে দলটি। বহুত্ববাদকে স্বীকার করেই কীভাবে এগোনো যায় সেদিকে মনোনিবেশ করছেন তারা। তবে দলটি প্রাধান্য দিচ্ছেন জুলাই-আগস্টের গণহত্যা বিচারকে।কমিটি গঠনের পাশাপাশি এসব দলগুলোর নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভাগের বিভিন্ন জেলা সফর করছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের গ্রহণ করছে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন