০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

ডেস্ক নিউজ:
  • আপডেট সময়ঃ ০৬:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / ৫০ বার পড়া হয়েছে।

সাধারণ একজন বাস চালকের সঙ্গে দলীয় ক্ষমতার দাপট দেখাতে গিয়ে একজন সাংবাদিককে লাঞ্ছিত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে মোহাম্মদ ইকবাল হোসেনকে   বহিষ্কার করা হয়েছে  ।

শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন অভিযোগ উঠেছে। এ অপরাধে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আসিয়ান পরিবহনের বাস চালক নয়নকে মারধর ও গাড়ি ভাঙচুর করে ইকবাল হোসেন ও তার কর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে লাঞ্ছিত ও থাপ্পড় দেয় ইকবালের লোকজন।

এ ঘটনায় একইদিন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের খবর ছড়িয়ে পাড়ার পর থেকেই বেড়িয়ে আসছে তার অপকর্মের নানা কাহিনী। মুখ খুলছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ।

একাধিক বিএনপি নেতা জানান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন আঁতাত করে ২০১৬ সালে এনসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ইকবাল হোসেন। তখন তিনি যুবদল করতেন। তিনি কাউন্সিলর হলেও মূলত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার হাতের পুতুল। ইয়াছিন মিয়ার ছত্রছায়ায় তার নির্বাচিত এলাকায় চাঁদাবাজি, ভূমি দস্যুতাসহ নানা অপকর্ম করেছেন বীরদর্পে। নিজের আধিপত্য ধরে রাখতে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন গোপনে নৌকার প্রার্থী শামীম ওসমানের পক্ষে কাজ করেছেন। পুরস্কার হিসেবে তিনি আওয়ামী লীগের সমর্থনে ২০২২ সালে ফের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় ইকবাল প্রকাশ্যেই আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের জন্য ভোট চেয়ে গনসংযোগ করেছেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগের ছায়া পেতে তিনি ভোটকেন্দ্রে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মুখ্য ভূমিকা পালন করেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন জেলা বিএনপির সভাপতি হওয়ার পর ২০২৩ সালের ৫ মে বিতর্কিত ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

আপডেট সময়ঃ ০৬:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সাধারণ একজন বাস চালকের সঙ্গে দলীয় ক্ষমতার দাপট দেখাতে গিয়ে একজন সাংবাদিককে লাঞ্ছিত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে মোহাম্মদ ইকবাল হোসেনকে   বহিষ্কার করা হয়েছে  ।

শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন অভিযোগ উঠেছে। এ অপরাধে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আসিয়ান পরিবহনের বাস চালক নয়নকে মারধর ও গাড়ি ভাঙচুর করে ইকবাল হোসেন ও তার কর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে লাঞ্ছিত ও থাপ্পড় দেয় ইকবালের লোকজন।

এ ঘটনায় একইদিন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের খবর ছড়িয়ে পাড়ার পর থেকেই বেড়িয়ে আসছে তার অপকর্মের নানা কাহিনী। মুখ খুলছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ।

একাধিক বিএনপি নেতা জানান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন আঁতাত করে ২০১৬ সালে এনসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ইকবাল হোসেন। তখন তিনি যুবদল করতেন। তিনি কাউন্সিলর হলেও মূলত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার হাতের পুতুল। ইয়াছিন মিয়ার ছত্রছায়ায় তার নির্বাচিত এলাকায় চাঁদাবাজি, ভূমি দস্যুতাসহ নানা অপকর্ম করেছেন বীরদর্পে। নিজের আধিপত্য ধরে রাখতে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন গোপনে নৌকার প্রার্থী শামীম ওসমানের পক্ষে কাজ করেছেন। পুরস্কার হিসেবে তিনি আওয়ামী লীগের সমর্থনে ২০২২ সালে ফের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় ইকবাল প্রকাশ্যেই আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের জন্য ভোট চেয়ে গনসংযোগ করেছেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগের ছায়া পেতে তিনি ভোটকেন্দ্রে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মুখ্য ভূমিকা পালন করেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন জেলা বিএনপির সভাপতি হওয়ার পর ২০২৩ সালের ৫ মে বিতর্কিত ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়।

নিউজটি শেয়ার করুন