শিক্ষকদের ওপর জলকামান ব্যবহার

- আপডেট সময়ঃ ০৮:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করায় জলকামান ব্যবহার করে শিক্ষকদের হটিয়ে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, বুধবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা সড়কে নামে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা সেখানে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান ব্যবহার করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ বলেন, শিক্ষকরা ফুটপাত থেকে সড়কের ওপর এসে যানবাহন বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছিল। পুলিশ তাদেরকে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করল তারা না শোনায় জলকামান ব্যবহার করে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।