মাথিউরা-বহরগ্রামে ঝুঁকিপূর্ণ সড়ক, প্রতিকার চান এলাকাবাসী।

- আপডেট সময়ঃ ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে।

মাথিউরা–বহরগ্রাম সড়কে ডাম্পট্রাক যোগে মাটি পরিবহনের সময় ঝরে পড়ে বিটুমিনের উপর সৃষ্টি হয়েছে মাটির প্রলেপ। এর উপর দিয়ে প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা।মঙ্গলবার (৪মার্চ )বিকালে মাথিউরা বহরগ্রাম সড়কে স্থানীয় এলাকার সচেতন নাগরিকবৃন্দ এক মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন।জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির টপসয়েল কেটে ওইসব নিচু জায়গা ভরাট কাজে ব্যবহৃত হচ্ছে। এসব মাটি ডাম্পট্রাক যোগে অভ্যন্তরীণ সড়ক হয়ে বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়। পরিবহনের সময় ডাম্পট্রাক থেকে ঝরে পড়া মাটিতেই অভ্যন্তরীণ সড়কে সৃষ্টি হয়েছে মাটির প্রলেপ। ওজন বাহী এসব যানবাহন চলাচলের ফলে অতিরিক্ত বোঝায় এই আঞ্চলিক সড়কটি ভেঙে যাচ্ছে। বড় বড় গর্ত হওয়ার পাশাপাশি নতুন নতুন জায়গা রাস্তার ফেটে যাচ্ছে। ফলে সাধারণ পরিবহন গুলো চলাচলে ভোগান্তীর শিকার হচ্ছে যাত্রীরা।স্থানীয়রা অভিযোগ করছেন, সড়ক ও জনপথ বিভাগ, কৃষিবিভাগ, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দেখভাল করার কথা। কিন্তু তাদের রহস্যজনকভাবে নীরব ভূমিকার কারণে বেপরোয়া হয়ে উঠেছে মাটি খেকোরা। অদৃশ্য প্রভাবশালী হাত দেখিয়ে এলাকা বাসীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মাটি লুট করছেন তাঁরা। প্রতিদিনই দিন ও রাতে সমানতালে এক্সেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কাটা হচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষিজমি হারাবে উর্বর শক্তি। মাটি খেকোদের দৌরাত্ম্যের লাগাম ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাটি খেকোরা দিনে কিছুটা নীরব থাকলেও রাত বাড়ার সাথে সাথে সরব হয়ে উঠে। রাতে বেপয়োরা গতিতে মাটিবাহী ডাম্পট্রাক চলাচলের শব্দে লোকালয়ের মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মাটি খেকোরা প্রভাবশালী হওয়ায় তাদের ব্যাপারে মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। কেউ কথা বলতে গেলে লাগামহীন কথাবার্তায় ফুঁসে উঠে।মোটরসাইকেল আরোহী রাহিম হোসেন জানান, সড়কের উপর মাটির প্রলেপ পড়ে অনেক স্থানে পিচঢালা সড়ক নাকি মাটির সড়ক বুঝাই মুশকিল। এসব রাস্তা দূর্ঘটনাপূর্ণ হয়ে উঠেছে।