বেগম খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা চলছে
- আপডেট সময়ঃ ০৩:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রয়োজনে কিছু পরীক্ষা একাধিকবার করা হচ্ছে যাতে লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সহজ হয়। ইতোমধ্যে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষার রেজাল্ট এসেছে। এগুলো ভালো-মন্দ মিলিয়েই আছে। তবে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন এক চিকিৎসক।
গত রাতে লন্ডন থেকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক সদস্য বলেন, পরীক্ষা-নিরীক্ষা আরো দু-একদিন চলবে। সব পরীক্ষার রেজাল্ট একসাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আর এমনিতেই পরিবারকে কাছে পেয়ে মানসিক অবস্থা অনেকটা ভালো খালেদা জিয়ার। তিনি বলেন, লিভারের চিকিৎসা অনেক জটিল। ম্যাডামের এই বয়সে লিভার প্রতিস্থাপন করতে কিছু ঝুঁকি আছে। সবকিছু পর্যালোচনা করে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিবে। ওই চিকিৎসক জানান, অসুস্থ বিএনপি চেয়ারপারসন সব খাবার খেতে পারেন। চিকিৎসকদের পরামর্শে তরলজাতীয় খাবার দেয়া হচ্ছে। নিয়মিত বাসা থেকে স্যুপ ডালসহ নানা জাতীয় তরল খাবার তৈরি করে হাসপাতালে নিয়ে আসেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা: জুবাইদা রহমান। তার দুই পুত্রবধূ সার্বক্ষণিক হাসপাতালে আসা যাওয়ার মধ্যে আছেন। তিন নাতনী অদলবদল করে হাসপাতালে থাকছেন।
খালেদা জিয়ার চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ লন্ডনে সাংবাদিকদের জানান, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তাররা দেখে গেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, লন্ডনে শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বে¡ও ডাক্তাররা নিয়মিত যত্নসহকারে ম্যাডামকে দেখছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলমান। তিনি পরিবারের সবার সাথে সময় দিচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি।
গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা: প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন।