১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বিয়ানীবাজারের নালবহরে ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০২:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৬৯ বার পড়া হয়েছে।

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টরা দীর্ঘদিন ১৬টি বছর ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিরোধী মতাদর্শের রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েও তাদের অগ্রযাত্রা রুখে দিতে পারেনি। বরং সময়ের পালাবদলেই আওয়ামী ফ্যাসিস্টরাই আজ নিগৃহীত ও বিতাড়িত হয়েছে। এটি প্রকৃতির বিচার, আর এটাই তাদের প্রাপ্য।

গত শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ৮নং নালবহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রায় তিন শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এখন সময় ও পরিস্থিতি দুটিই বদলে গেছে। সময় এসেছে, জাতীয়তাবাদী শক্তিকে সংঘবদ্ধ করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ গঠন ও উন্নয়নে ভূমিকা রাখার। কেননা বিএনপি কাজ করছে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ রফিকের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকের মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাছের পিন্টু, মাথিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল। এসময় বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা ফারুক রেদওয়ান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মাথিউরা ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, মাথিউরা ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফরোজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন দুদু, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি হোসেন আহমেদ দুলন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দৌলা হোসেন সুবাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাবেদ হোসেন, বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মাহবুল আলম, উপজেলা জাসাসের সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, পৌর জাসাসের আহবায়ক স্বপন আহমেদ ও সদস্য সচিব মনসুর আহমেদসহ যুবদল, শ্রমিকদল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

কর্মী সভায় নালবহর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাথিউরা ইউপি সদস্য ও সাধারণ সম্পাদক ফয়জুল হক নজমুল, সহ সভাপতি সাইফুল ইসলাম বাবু ও ওলিউর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, প্রচার সম্পাদক মইন উদ্দিন, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, নাসির উদ্দিন ও মাইজ উদ্দিনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিয়ানীবাজারের নালবহরে ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০২:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টরা দীর্ঘদিন ১৬টি বছর ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিরোধী মতাদর্শের রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েও তাদের অগ্রযাত্রা রুখে দিতে পারেনি। বরং সময়ের পালাবদলেই আওয়ামী ফ্যাসিস্টরাই আজ নিগৃহীত ও বিতাড়িত হয়েছে। এটি প্রকৃতির বিচার, আর এটাই তাদের প্রাপ্য।

গত শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ৮নং নালবহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রায় তিন শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এখন সময় ও পরিস্থিতি দুটিই বদলে গেছে। সময় এসেছে, জাতীয়তাবাদী শক্তিকে সংঘবদ্ধ করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ গঠন ও উন্নয়নে ভূমিকা রাখার। কেননা বিএনপি কাজ করছে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ রফিকের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকের মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাছের পিন্টু, মাথিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল। এসময় বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা ফারুক রেদওয়ান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মাথিউরা ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, মাথিউরা ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফরোজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন দুদু, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি হোসেন আহমেদ দুলন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দৌলা হোসেন সুবাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাবেদ হোসেন, বিয়ানীবাজার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মাহবুল আলম, উপজেলা জাসাসের সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, পৌর জাসাসের আহবায়ক স্বপন আহমেদ ও সদস্য সচিব মনসুর আহমেদসহ যুবদল, শ্রমিকদল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

কর্মী সভায় নালবহর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাথিউরা ইউপি সদস্য ও সাধারণ সম্পাদক ফয়জুল হক নজমুল, সহ সভাপতি সাইফুল ইসলাম বাবু ও ওলিউর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, প্রচার সম্পাদক মইন উদ্দিন, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, নাসির উদ্দিন ও মাইজ উদ্দিনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন