বিয়ানীবাজার দরিদ্র পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন ডা. মহসিন
- আপডেট সময়ঃ ১১:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে।
বিয়ানীবাজার দরিদ্র ও অসহায় পরিবারের শিশু রোগীদের চিকিৎসা সেবা বিনামূল্যে করার ঘোষণা দিলেন ডাক্তার. হোসেন মোহাম্মদ মহসিন। বিয়ানীবাজারের এ কৃতি সন্তান আগামী শনি ও রোববার আয়েশা হক হাসপাতালে ফি ছাড়া দরিদ্র পরিবারের রোগীদের চিকিৎসা প্রয়োজনীয় সার্জারি করবেন। তিনি বিয়ানীবাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিনের পুত্র এবং ক্রিকেটার মনসুর হোসেনের ছোট ভাই।
এছাড়া প্রতি শুক্রবার বিয়ানীবাজার পৌরশহরের সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
মজুমদার কমপ্লেক্স,হাসপাতাল রোড বিয়ানীবাজার।এ চেম্বার করবেন।ডা. হোসেন মোহাম্মদ মহসিন বাচ্চাদের ব্যথাহীন সুন্নতে খতনা, চ্ছাদের উপরে থাকা অন্ডকোষ নিচে নামানো, বাচ্চাদের হার্নিয়া, হাইড্রোসিল সার্জারী, টিউমার, ফোড়ার যথাযথ চিকিৎসা ও সার্জারী, লাগানো জিহবা আলাদা করা, শিশুদের নাভির সমস্যার, মেয়ে শিশুদের বন্ধ মাসিকের রাস্তায় ব্যথাহীন চিকিৎসা, শিশুদের পায়ুপথে রক্ত পড়া, পায়ুপথের পলিপ বা টিউমারের সার্জারীসহ শিশুদের সকল ধরনের অপারেশন ও যথাযথ পরামর্শ প্রদান করবেন।