০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ ত্যু।

স্টাফ রিপোর্টার
- আপডেট সময়ঃ ১০:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান চা-বাগান এলাকায় ঘরে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত পলাশ মিয়া লালচান চা বাগান এলাকার আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানান, পলাশ তার বাড়িতে নতুন একটি ঘর তৈরি করেছেন। ঢালাই কাজ শেষে কিউডিং-এর জন্য সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে সেখানে পানি দিতে যায় সে। এ সময় মোটর চালু করতে গেলে বিদ্যুতের তারে সাথে জড়িয়ে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাগসঃ