নির্বাচনের মাধ্যমে বিসিসিআই’র নতুন কমিটি গঠিত

- আপডেট সময়ঃ ১০:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর ২০২৫-২০২৭ সালের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় এবং ঘোষিত তফসিল অনুযায়ী ২ মার্চ রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী প্রতিদ্বন্দ্বি কোন প্যানেল না থাকায় নির্বাচন কমিশন একটি মাত্র প্যানেলকে বিজয়ী ঘোষিত করেন। সভাপতি পদে ফয়েজ হাসান ফেরদৌস, ১ম সহ সভাপতি পদে এনাম উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ মাহদি সালেহীন এবং কোষাধ্যক্ষ পদে এমরান হোসেন নির্বাচিত হন।তৎসঙ্গে নির্বাচন কমিশনার বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ আমিনুর রশীদ (পরিচালক), হাসান শাহরিয়ার (পরিচালক), ফখরউছ সালেহীন নাহিয়ান (পরিচালক), জুবায়ের আহমেদ (পরিচালক), মোঃ ফয়জুল ইসলাম (পরিচালক), মাহিন আহমদ সালেহিন (পরিচালক), ফখরুল জান্নাত (পরিচালক)।