নিউ ইয়র্কে আ. লীগ ও বিএনপির হট্টগোল
- আপডেট সময়ঃ ০৪:৪৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিদের সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে তুমুল হট্টগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে
জানা যায়, অনুষ্ঠানে একজন বক্তার উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতা-কর্মীদের মধ্যে অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ফলে প্রায় আধঘণ্টা অনুষ্ঠান বন্ধ থাকে পরে পরিস্থিতি শান্ত করা হয়।
অনুষ্ঠানটি নিয়ম মাফিক চলছিল। ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এম আজিজ তার বক্তব্যে বিদায়ী কমিটির মৃদু সমালোচনা করেন। এরপর সাবেক ও আগামী কমিটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান পাল্টা বক্তব্য দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম তার বক্তব্যে ৪৭, ৭১, ৯০ এবং পরে ৫ আগস্টের গণ-আন্দোলনের কথা তার বক্তব্যে তুলে ধরে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন।
একপর্যায়ে উপস্থিত আওয়ামী লীগের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাকে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকে। ফখরুল আলমের বক্তব্যের প্রতিবাদ করেন আওয়ামী লীগ নেতা আবুল হাসিব মামুন ও মুজাহিদুল ইসলাম। এসময় সভাপতি আতাউর রহমান সেলিম, মহিউদ্দীন দেওয়ান ও মাহবুব তাদের শান্ত করার চেষ্টা করেন। আওয়ামী লোকজন মারমুখী হয়ে উঠলে বিএনপির রিপন, কাজী আজম, জসিম ভূঁইয়া, মোশাররফ হোসেন, সেলিম রেজাসহ অনেকে প্রতিবাদ করতে থাকেন। তারাও আওয়ামী সমর্থকদের দিকে তেড়ে যায়। এতে অনুষ্ঠানে তুমুল হট্টগোল শুরু হয়।