চট্টগ্রামেও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ও মশাল মিছিল
![](https://sylhet21.com/wp-content/themes/NewsFlash-Pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময়ঃ ০৩:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।
![](https://sylhet21.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
চট্টগ্রামেও বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ছবি ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও সেখানে বঙ্গবন্ধুর ছবি ও ম্যুরাল ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামেও মশাল মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন শিক্ষার্থীরা। রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মিছিল নিয়ে তারা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন। তারা এ সময় মুজিববাদের স্মৃতি চিহ্ন বাংলাদেশ থেকে মুছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও ছবি ভাঙচুর করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাত ৯টায় শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ৩০/৪০ জনের একদল কর্মী চকবাজার থেকে প্রথমে মিছিল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যায়। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পুরাতন একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি ভেঙে গুড়িয়ে দেয়। বুলডোজার না থাকলেও হাতুড়ি ও ইট দিয়ে বঙ্গবন্ধুর পাথরখচিত ম্যুরাল ভেঙে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে নগরীর জামাল খানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং খাস্তগীর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন।
এ সময় তারা গণমাধ্যমকে বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। দেশ থেকে তারা ফ্যাসিবাদের স্মৃতি চিহ্ন ও মুজিববাদ নিশ্চিহ্ন করে দেবেন। ফেব্রুয়ারিতেই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা প্রস্তুত আছে। তাদের ষড়যন্ত্র কোনোমতেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।