০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

কুরআন তিলাওয়াত ও শোনার ফজিলত কি সমান?

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১০:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে।

প্রশ্ন: কুরআন শরীফ তিলাওয়াত করা ও শোনার মাঝে কোনটির ফজিলত বেশি?

উত্তর: কুরআন তিলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ নেক আমল।

যেমন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। (তিরমিযি ২৯১০)

অনুরূপভাবে কুরআন তিলাওয়াত শোনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল।

যেমন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) আমাকে বলেছেন, তুমি কুরআন পাঠ কর। আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সামনে কুরআন পাঠ করব? অথচ তা তো আপনার ওপরই নাযিল হয়েছে।

তিনি বললেন, হ্যাঁ। এরপর আমি ‘সূরা নিসা’ পাঠ করলাম। যখন আমি এই আয়াত পর্যন্ত আসলাম ‘চিন্তা করো আমি যখন প্রত্যেক উম্মতের মধ্যে থেকে একজন করে স্বাক্ষী উপস্থিত করব এবং সকলের ওপরে তোমাকে স্বাক্ষী হিসাবে হাযির করব তখন তারা কি করবে’। নবী (সা.) বললেন, আপাতত এটুকুই যথেষ্ট। আমি তাঁর চেহারা মুবারকের দিকে তাকালাম, দেখলাম, তার চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরছে। (বুখারী ৫০৫০)

তবে কুরআন তিলাওয়াত করা ও শুনার মাঝে কোনটির ফজিলত বেশি; এ বিষয়ে যেহেতু আলাদা হাদিস পাওয়া যায় না, তাই এর প্রতি ভ্রূক্ষেপ না করে বরং যে সময়ে যেটা ভালো লাগে  সে সময়ে সেটা করুন এবং আল্লাহ্‌র সন্তুষ্টির আশা রাখুন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কুরআন তিলাওয়াত ও শোনার ফজিলত কি সমান?

আপডেট সময়ঃ ১০:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

প্রশ্ন: কুরআন শরীফ তিলাওয়াত করা ও শোনার মাঝে কোনটির ফজিলত বেশি?

উত্তর: কুরআন তিলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ নেক আমল।

যেমন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। (তিরমিযি ২৯১০)

অনুরূপভাবে কুরআন তিলাওয়াত শোনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল।

যেমন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) আমাকে বলেছেন, তুমি কুরআন পাঠ কর। আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সামনে কুরআন পাঠ করব? অথচ তা তো আপনার ওপরই নাযিল হয়েছে।

তিনি বললেন, হ্যাঁ। এরপর আমি ‘সূরা নিসা’ পাঠ করলাম। যখন আমি এই আয়াত পর্যন্ত আসলাম ‘চিন্তা করো আমি যখন প্রত্যেক উম্মতের মধ্যে থেকে একজন করে স্বাক্ষী উপস্থিত করব এবং সকলের ওপরে তোমাকে স্বাক্ষী হিসাবে হাযির করব তখন তারা কি করবে’। নবী (সা.) বললেন, আপাতত এটুকুই যথেষ্ট। আমি তাঁর চেহারা মুবারকের দিকে তাকালাম, দেখলাম, তার চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরছে। (বুখারী ৫০৫০)

তবে কুরআন তিলাওয়াত করা ও শুনার মাঝে কোনটির ফজিলত বেশি; এ বিষয়ে যেহেতু আলাদা হাদিস পাওয়া যায় না, তাই এর প্রতি ভ্রূক্ষেপ না করে বরং যে সময়ে যেটা ভালো লাগে  সে সময়ে সেটা করুন এবং আল্লাহ্‌র সন্তুষ্টির আশা রাখুন।

নিউজটি শেয়ার করুন