০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করলেন জামায়াত নেতা ইফতেখার ।

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৬:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে।

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে বহিরাগতদের নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত এ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি ইফতেখার আলম ভুঁইয়া। তিনি কুমিল্লা রুপসী বাংলা কলেজ সমিতির সভাপতি ও এমপিও ভূক্ত আবিদপুর কলেজের সহকারী অধ্যাপক।

সোমবার (১৩ জানুয়ারি) কুমিল্লা নগরীর কোটবাড়ি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষের কক্ষে এ লাঞ্ছিত ঘটনা ঘটে।

কলেজ অধ্যক্ষের রুমের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার বেলা ১ টার দিকে ইফতেখার আলম ভুঁইয়া ও তার ভাই এডভোকেট কাউছার আলম ভূঁইয়াসহ ৪/৫ জন ব্যক্তি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীর কক্ষে যান। ভেতরে বসে থাকা অবস্থায় অধ্যক্ষকে উদ্দেশ্য করে ইফতেখার আলম বলছে একদম চুপ! কান ফাটাইয়া ফেলমু! বের হ! আর অধ্যক্ষ কে বলতে শুনা যায়, আরে মিয়া ধমক দিয়া কথা বলেন কেন!অধ্যক্ষ ইফতেখারের নির্দেশনা না মানায় কথা কাটাকাটি এক পর্যায়ে চড়থাপ্পড়ের মারতে একাধিকবার হাত তুলেন এবং গালমন্দ করে কক্ষ থেকে বের করে দেন। তখন কলেজের কয়েকজন প্রভাষক তাদের শান্ত রাখার চেষ্টা করলে তাদের দিকেও তেরে আসে এ জামায়াত নেতা। অধ্যক্ষ ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী সকলের নিরাপত্তার জন্য পরিচালনা পর্ষদের সভাপতি সদর দক্ষিণ থানায় ফোন দেন ।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সিটি কলেজের অধ্যক্ষের সাথে অপ্রীতিকর এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধ্যক্ষ অভিযোগ দিলে আমরা নিশ্চিত অভিযোগ নিব।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করলেন জামায়াত নেতা ইফতেখার ।

আপডেট সময়ঃ ০৬:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে বহিরাগতদের নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত এ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি ইফতেখার আলম ভুঁইয়া। তিনি কুমিল্লা রুপসী বাংলা কলেজ সমিতির সভাপতি ও এমপিও ভূক্ত আবিদপুর কলেজের সহকারী অধ্যাপক।

সোমবার (১৩ জানুয়ারি) কুমিল্লা নগরীর কোটবাড়ি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষের কক্ষে এ লাঞ্ছিত ঘটনা ঘটে।

কলেজ অধ্যক্ষের রুমের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার বেলা ১ টার দিকে ইফতেখার আলম ভুঁইয়া ও তার ভাই এডভোকেট কাউছার আলম ভূঁইয়াসহ ৪/৫ জন ব্যক্তি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীর কক্ষে যান। ভেতরে বসে থাকা অবস্থায় অধ্যক্ষকে উদ্দেশ্য করে ইফতেখার আলম বলছে একদম চুপ! কান ফাটাইয়া ফেলমু! বের হ! আর অধ্যক্ষ কে বলতে শুনা যায়, আরে মিয়া ধমক দিয়া কথা বলেন কেন!অধ্যক্ষ ইফতেখারের নির্দেশনা না মানায় কথা কাটাকাটি এক পর্যায়ে চড়থাপ্পড়ের মারতে একাধিকবার হাত তুলেন এবং গালমন্দ করে কক্ষ থেকে বের করে দেন। তখন কলেজের কয়েকজন প্রভাষক তাদের শান্ত রাখার চেষ্টা করলে তাদের দিকেও তেরে আসে এ জামায়াত নেতা। অধ্যক্ষ ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী সকলের নিরাপত্তার জন্য পরিচালনা পর্ষদের সভাপতি সদর দক্ষিণ থানায় ফোন দেন ।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সিটি কলেজের অধ্যক্ষের সাথে অপ্রীতিকর এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধ্যক্ষ অভিযোগ দিলে আমরা নিশ্চিত অভিযোগ নিব।

নিউজটি শেয়ার করুন