উত্তর: রোজা রেখে কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে তার রোজা নষ্ট হবে না। তবে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ সময়। তাই একজন মুমিনের উচিত, রমজানের বরকতময় সময়কে কাজে লাগানো।
বিশেষ করে অতিরিক্ত ঘুম যেন ফরজ ইবাদত যেমন- নামাজ থেকে দূরে না রাখে।
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি।
কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। (মুসনাদে আহমাদ ৮৩৬৮; মুসান্নাফে ইবনে আবি শাইবা ৮৯৬৮)