০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনামঃ
ওসমানী এয়ারপোর্টে বিমানের ভেতর মিললো প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ০১:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে দুবাই থেকে আসা বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮)-এর ভেরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দৃ ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ। তিনি বলেন- স্বর্ণগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।
ট্যাগসঃ