০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শচীনকে টপকে কোহলির আরও একটি বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময়ঃ ১০:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে।

ক্রিকেটের কিংবদন্তি ভারতীয় সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আইসিসির প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি টুর্নামেন্টে হাজার রানের মাইলস্টোন আগেই পার করেছেন কোহলি। ছাড়িয়ে গেছেন ৮,০০০ রানের মাইলস্টোনও।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক নজির গড়েছেন কোহলি। এদিন কোহলি ৫৩ বলে অর্ধশতরান পূরণ করেন। আর এই হাফসেঞ্চুরি পূরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস লিখে ফেললেন বিরাট।

আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে কোহলি এদিন ২৪টি হাফসেঞ্চুরি বা তার বেশি স্কোর করেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এই রেকর্ড গড়েছেন। সেই সঙ্গে টপকে গেছেন শচীন টেন্ডুলকারকে। শচীন আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে মোট ২৩টি পঞ্চাশ বা তার বেশি রান করেছেন।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ডের মালিকও হয়ে গেলেন কোহলি। তিনি টপকে গেলেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গুলি ও রাহুল দ্রাবিড়কে। তারা তিন জনই ছটি করে অর্ধশতরান বা তার বেশি রান করেছেন।

পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের সার্বিক তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন কোহলি। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার হয়ে গেলেন কোহলি।

এতদিন ভারতের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৭০১ রান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলার পথে শিখর ধাওয়ানের সেই রেকর্ড ছাড়িয়ে যান কোহলি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

শচীনকে টপকে কোহলির আরও একটি বিশ্ব রেকর্ড

আপডেট সময়ঃ ১০:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ক্রিকেটের কিংবদন্তি ভারতীয় সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আইসিসির প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি টুর্নামেন্টে হাজার রানের মাইলস্টোন আগেই পার করেছেন কোহলি। ছাড়িয়ে গেছেন ৮,০০০ রানের মাইলস্টোনও।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক নজির গড়েছেন কোহলি। এদিন কোহলি ৫৩ বলে অর্ধশতরান পূরণ করেন। আর এই হাফসেঞ্চুরি পূরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস লিখে ফেললেন বিরাট।

আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে কোহলি এদিন ২৪টি হাফসেঞ্চুরি বা তার বেশি স্কোর করেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এই রেকর্ড গড়েছেন। সেই সঙ্গে টপকে গেছেন শচীন টেন্ডুলকারকে। শচীন আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে মোট ২৩টি পঞ্চাশ বা তার বেশি রান করেছেন।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ডের মালিকও হয়ে গেলেন কোহলি। তিনি টপকে গেলেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গুলি ও রাহুল দ্রাবিড়কে। তারা তিন জনই ছটি করে অর্ধশতরান বা তার বেশি রান করেছেন।

পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের সার্বিক তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন কোহলি। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার হয়ে গেলেন কোহলি।

এতদিন ভারতের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৭০১ রান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলার পথে শিখর ধাওয়ানের সেই রেকর্ড ছাড়িয়ে যান কোহলি।

নিউজটি শেয়ার করুন