০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৯:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ رَبَّكُمْ يَقُولُ كُلُّ حَسَنَةٍ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ الصَّوْمُ جُنَّةٌ مِنَ النَّارِ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ وَإِنْ جَهِلَ عَلَى أَحَدِكُمْ جَاهِلٌ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ ‏”‏ ‏.

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বলেন, আদম সন্তানের সব ভালো কাজের প্রতিদান দশ গুণ থেকে সাত শ গুণ পর্যন্ত হয়। তবে রোজা ছাড়া, তা আমার জন্যই এবং আমিই এর প্রতিদান দেব। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ। আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকের চেয়েও বেশি সুগন্ধময়।

তোমাদের কোনো রোজাদারের সঙ্গে কেউ মুর্খতাসুলভ আচরণ করলে সে যেন বলে আমি রোজা রেখেছি।’ (তিরিমিজি, হাদিস : ৭৬৪)

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন

আপডেট সময়ঃ ০৯:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ رَبَّكُمْ يَقُولُ كُلُّ حَسَنَةٍ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ الصَّوْمُ جُنَّةٌ مِنَ النَّارِ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ وَإِنْ جَهِلَ عَلَى أَحَدِكُمْ جَاهِلٌ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ ‏”‏ ‏.

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বলেন, আদম সন্তানের সব ভালো কাজের প্রতিদান দশ গুণ থেকে সাত শ গুণ পর্যন্ত হয়। তবে রোজা ছাড়া, তা আমার জন্যই এবং আমিই এর প্রতিদান দেব। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ। আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকের চেয়েও বেশি সুগন্ধময়।

তোমাদের কোনো রোজাদারের সঙ্গে কেউ মুর্খতাসুলভ আচরণ করলে সে যেন বলে আমি রোজা রেখেছি।’ (তিরিমিজি, হাদিস : ৭৬৪)

নিউজটি শেয়ার করুন