আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
- আপডেট সময়ঃ ১১:৪৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ১২১ বার পড়া হয়েছে।
আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শনিবার দেশ ছাড়বে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে আছে একাধিক চমক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়ছে না বিসিবি। শান্তকে অধিনায়ক রেখেই ঘোষিত হয়েছে ১৫ সদস্যের দল।
এদিকে ভারত বিশ্বকাপের পর আবারো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। তার সাথে আসছেন নাহিদ রানা। প্রথমবারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ডাক পেয়েছেন এই পেসার।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।