বিয়ানীবাজারে বেড়েছে তেল, পেঁয়াজ ও মাছের দাম, কমেছে ব্রয়লার ও সবজির দাম
- আপডেট সময়ঃ ০৮:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।
নিত্যপন্যের বাজারের অস্থিতিশীল কাটছে না। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেয়াজ, ভোজ্য ও মাছের দাম। তবে স্বস্থি রয়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে আরো কমেছে সবজির দাম।
বিয়ানীবাজার পৌরশহর ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে পেয়াজ ও ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেলেও অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
বাজারে শীতকালীন রকমারি সবজির সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। তবে বিয়ানীবাজারের পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাট ও জকিগঞ্জ এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বিয়ানীবাজারে।সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে মাছের দাম ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। বাজারে আগের চেয়ে কমেছে ছোট মাছের সরবরাহ, একই সাথে সরবরাহ কমেছে আমদানি করা মাছেরও। যার প্রভাব পড়েছে।
ব্রয়লার মোরগের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে লেয়ার মোরগের দাম।
পেয়াজের এ ভরা মৌসুমে দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের মধ্যে অস্বাভাবিক ঠেকেছে। একই সাথে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভোগান্তি।