বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
- আপডেট সময়ঃ ০৪:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবারও এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার জন্য তিনি যাচ্ছেন হাসপাতালে।
সোমবার (১৪ অক্টোবর) চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, আজ বিকাল ৫ টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন বেগম জিয়া।
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে হঠাৎ জ্বর হওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।