বিয়ানীবাজারে সরকারি খাস জমিতে সাইন বোর্ড স্থাপন করলেন ইউএনও
- আপডেট সময়ঃ ১০:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে।
বিয়ানীবাজারে সরকারি খাস জমিতে সাইনবোর্ড স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। বৃহস্পতিবার তিনি আলীনগর মৌজার সরকারি খাস জমি পরিদর্শন করেন এবং একটি সাইন বোর্ড স্থাপন করেন।
বিয়ানীবাজার উপজেলায় প্রচুর সরকারি খাস জমি রয়েছে। জেলা প্রশাসক খতিয়ান (ক), জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের খাস জমি রয়েছে। এসব জমির অধিকাংশই বেদখল থাকায় প্রশাসন সেগুলো উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে।
বৃহস্পতিবার উপজেলার আলীনগর মৌজার একটি সরকারি খাস জমি পরিদর্শন শেষে সেখানে অস্থায়ী সাইন বোর্ড স্থাপন করা হয়। জেলা প্রশাসকের পক্ষে সে সাইন বোর্ড স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। এ সময় উপজেলা সরকারি সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ। পরে চারখাই ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা বলেন, এটি রুটিন কাজ। স্থানীয়দের জ্ঞাত থাকতে সেখানে সাইনবোর্ড টানানো হয়েছে। তিনি বলেন, যে জায়গায় সাইনবোর্ড টানানো হয়েছে সেটি স্থানীয়দের দখলে ছিল। এরকম দখলে থাকা জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। এছাড়া বন্দোবস্ত দেয়া অনেক জমি রয়েছে সেগুলো তদারকি করা হবে।