২০২৩ সালের জাতীয় পর্যায়ে শপলা অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এর মূল্যায়ন বাংলাদেশ স্কাউট বিয়ানীবাজার উপজেলা শাখার মুল্যায়ন পরিক্ষা ২৮ ডিসেম্বর শনিবার, শেখ ওয়াহিদুর রহমান একাডেমী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ।বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে বাংলাদেশ স্কাউট, বিয়ানীবাজার উপজেলার ব্যবস্থাপনায় ২৮ ডিসেম্বর ২০২৪ শেখ ওয়াহিদুর রহমান একাডেমীতে ২০২৩ সালের জাতীয় পর্যায়ে কাব স্কাউটস শাখার সর্বোচ্চ এ্যাওয়ার্ড শাপলা কাব এ্যাওয়ার্ড এর মূল্যায়ন, সাক্ষাৎকার ও সাঁতার ও স্কাউট শাখার সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড এর মূল্যায়ন অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়নে ধারাবাহিকভাবে কাব স্কাউট শাখায় ৬২ জন কাব এবং স্কাউট শাখায় ১৩ জন স্কাউট অংশ গ্রহণ করেছে ।
কেন্দ্রের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট বিয়ানীবাজার উপজেলা সম্পাদক নাজমুল ইসলাম, এলটি লোকমান হোসেন ।সহকারী লিডার ট্রেণার বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল'র মো: আব্দুল ওয়াদুদ ওয়েস্ট এন্ড হাই স্কুল ঢাকার ইউনিট লিডার মোহাম্মদ সরোয়ারদী অপু, লুদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জগন্নাথপুর সুনামগঞ্জ এর প্রধান শিক্ষক উডব্যাজার মোহাম্মদ আব্দুল মালিক, বিয়ানীবাজার উপজেলা স্কাউট এর কমিশনার আবুল হোসেন চৌধুরী,বাংলাদেশ স্কাউট বিয়ানীবাজার উপজেলার সহ-সভাপতি ললিত মোহন বিশ্বাস ,এএলটি মো: আব্দুল্লাহ,এলটি মোহাম্মদ এমদাদুল হক সিদ্দিকী ,কোষাধক্ষ্য রঙ্গময় দাশ ,স্কাউট লিডার আব্দুল আহাদ ,কাব লিডার সাধন চন্দ্র দাস , সহকারী কমিশনার তাজউদ্দীন ,সন্তোষ চন্দ্র পাল, হাফসা বেগম, এছাড়াও অভিভাবকগণ উপস্থিত ছিলেন, সহকারী লিডার ট্রেণার বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল'র মো: আব্দুল ওয়াদুদ বলেন উক্ত মূল্যায়নে ধারাবাহিকভাবে কাব স্কাউট শাখায় ৬২ জন কাব এবং স্কাউট শাখায় ১৩ জন স্কাউট অংশ গ্রহণ করেছে। বিয়ানীবাজার উপজেলার এ অর্জনের জন্য অংশ গ্রহণকারী সকল ইউনিট লিডারগণকে স্কাউটস সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com