প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ১:১০ পি.এম
সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন :খন্দকার মুক্তাদিরের

সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত’ উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র। এই শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক, একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক। বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক। এই কামনা করছি, এই প্রত্যাশা করছি। সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে।
[caption id="attachment_169" align="aligncenter" width="742"]
(১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন।[/caption]
তিনি আরোও বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় শক্তিকে পরাজিত করে সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হয়েছি, যেখানে আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধ, সাম্প্রদায়িকতা থাকবে না, এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের প্রতিশোধ ও প্রতিহিংসা থাকবে না। বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ চালিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচার হবে। স্বৈরাচারী শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এখন রয়ে গেছে তার দোসরা। তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশন সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সদস্য ডা. পরেশ দেবনাথ, এডভোকেট দেবতোষ দেব, কোষাধ্যক্ষ চন্দন দত্ত, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, নজিবুর রহমান নজিব, বাপ্পু সেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ-সভাপতি আহমদ শুয়েব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT