০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
সিলেটে ১৫ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ১০:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে।
সিলেট নগরীতে ১৫ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এই গণবিয়ের আয়োজন করে আর্ন্তজাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন।সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে।তিনি বলেন, যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।এদিকে, সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি।১৫ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে। ছবি: প্রতিনিধিফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত বলেন, সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
News up/S21.M
ট্যাগসঃ