সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৫ মার্চ) বিকেলে কুশিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাহিমা আক্তার (২৩) চট্টগ্রামের রাউজান থানার শেখ পাড়া গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী। তার স্বামী মো. ইমন আহমদ (৩০) দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করে আসছেন। রাহিমা বেগম কুশিঘাট এলাকা পালপুরে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে রহিমার কোন সাড়াশব্দ না পেয়ে ওই বাসার বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। এসময় রাহিমার লাশ ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নতাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT