আদিবাসী এক নারীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলা উদ্দিন।পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলা উদ্দিনের বাড়ির সামনের রাস্তা থেকে কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। প্রথমে প্রদীপ দাস ওই নারীকে ধর্ষন করে। পরে আলা উদ্দিন ধর্ষনের চেষ্টাকালে ওই নারী চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে আসেন।এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে সোমবার কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, নির্যাতিতা নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT