০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

ডেস্ক নিউজ:
  • আপডেট সময়ঃ ০৭:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে।

রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিসহ ছয়জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্য আসামিরা হলেন— সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার সকালেই আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

গত ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। এই সময় আসামিরা গুলি চালায়, যেখানে এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। নিহতের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর এই মামলায় সালমান-আনিসুল-দীপু মনিসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

NEWS UP/S21.M

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

আপডেট সময়ঃ ০৭:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিসহ ছয়জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্য আসামিরা হলেন— সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার সকালেই আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

গত ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। এই সময় আসামিরা গুলি চালায়, যেখানে এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। নিহতের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর এই মামলায় সালমান-আনিসুল-দীপু মনিসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

NEWS UP/S21.M

নিউজটি শেয়ার করুন