মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাঁতগাও চা বাগানে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বিশাল (১৭) ও হৃদয় (২৫) নামে দুজন নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার আমরাইল চা-বাগান থেকে পিকআপ ভ্যানে করে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১১ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্রাট কিশোর পোদ্দার জানান, সকালে দুর্ঘটনায় আহত চা-শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমদ ফয়সাল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ছয়জন সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে হাসপাতালে আসার পথে দুজন মারা গেছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT