০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
সংবাদ শিরোনামঃ
শমশের নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি::
- আপডেট সময়ঃ ০৯:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শমশেরনগর রেলস্টেশনের আউটার এলাকায় সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহরম আলী (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, শমশের নগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তির দেহ শরীর থেকে আলাদা হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক দীপক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ ট্রেনে কাটা পড়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।
ট্যাগসঃ