রোটারি ক্লাব অব সিলেট রয়েলস ডি ৬৫ বাংলাদেশ এর ২০২৫-২০২৬ রোটা বর্ষের কমিটি গঠন সম্পন্ন হয়েছেগত শনিবার (২১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে নগরীর হোটেল স্টারপেসিফিকের হল রোমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫_২০২৬ রোটা বর্ষের কমিটির নাম ঘোষনা করা হয়।ইকবাল হোসেন কে প্রেসিডেন্ট ও জুবায়ের আহমদ কে প্রেসিডেন্ট নমিনি,সুমন কুমার দে কে সেক্রেটারি হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশন রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান পিপি জে এস আজাদ শিপন নির্বাচন কমিশন, রোটারিয়ান পিপি এম ইমতিয়াজ আহমেদ রাফি, নির্বাচন কমিশন পিপি,মশিউর রহমান , ২০২৫_২০২৬ রোটা বর্ষের কমিটি ঘোষনায়
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কো অর্ডিনেটর পিডিজি আতাউর রহমান পীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির উদ্দিন ডেপুটি কো অর্ডিনেটর অর্থ, সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান ডেপুটি কো অর্ডিনেটর এডমিন, আব্দুল মুকিত কো কো অর্ডিনেটর, মশিউর রহমান কো কো অর্ডিনেটর, জাকির আহমেদ, পিপি জে এস আজাদ শিপন, পিপি এম ইমতিয়াজ আহমেদ রাফি,পিপি অয়ণভ ভট্টাচার্য, পিপি নাহইয়ান আল মাদানি খান রবি,পিপি আবুবকর শাওন,
অনুষ্ঠানের মধ্যে রোটারী ইন্ভোকেশ পাঠ করিয়ে নতুন সদস্য পদ পান বুলবুল আহমদ এবং ওয়াসিফ শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারি ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। নিজেদের মধ্যে ফেলোশিপ গড়ে তোলার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোও রোটারিয়ানদের কাজ।রোটারি ক্লাব অব সিলট রয়েলস প্রতিষ্ঠার পর থেকেই নানা মানবিক কাজের সাথে যুক্ত রয়েছে। নতুন কমিটি এই মানবিক কাজগুলোকে এগিয়ে নিবে।
নির্বাচন কমিশন পক্ষে নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন রোটারিয়ান পিপি মশিউর রহমান, রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর ২০২৫-২০২৬ রোটা বর্ষের বোর্ড অব ডিরেক্টর যারা হলেন প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ইকবাল হোসেন, আইপিপি: মোহাম্মদ মাহদি সালেহীন, প্রেসিডেন্ট নমিনি জুবায়ের আহমদ, ক্লাব লার্নিং ফেসিলেটর জে এস আজাদ শিপন, ভাইস প্রেসিডেন্ট সুমন চন্দ্র সরকার, ভাইস প্রেসিডেন্ট মিসবাহ বি এস চৌধুরী,সেক্রেটারী সুমন কুমার দে,জয়েন সেক্রেটারি মাহবুবুর রশিদ বক্স, ট্রেজারার এম ইমতিয়াজ আহমেদ রাফি, এডিটর নাহিয়ান আল মাদানি খান রবি, সার্জেন্ট এট আর্মস অয়নভ ভট্টাচার্য,এডমিন মাহদি হাসান টুল টুল, টি আর এফ তৌসিফ আহমেদ চৌধুরী, সার্ভিস প্রজেক্ট দীপংকর চন্দ্র শিপলু, মেম্বারশীপ সোহেল আহমদ রিপন, পাবলিক ইমেজ মাসনুন আকিব বড়ভুইয়া, নিউ জেনারেশন সুমন আহমেদ তালুকদার প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com