০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০৮:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে।

রাজশাহীতে ধর্ষণ মামলায় হাবিবুল হাসান হাসিব (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রাজশাহী নগরীর সুলতানাবাদ বেদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল।

হাসিবের বাড়ি জেলার পবা উপজেলার বজরাপুর গ্রামে।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৪ বছর বয়সি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন হাসিব। এরপর পদ্মা নদীর ধারে বেড়ানোর কথা বলে একটি বাসায় নিয়ে অন্য দুজনের সহযোগিতায় ২০২২ সালের ১০ মার্চ ও ১১ জুলাই তরুণীকে ধর্ষণ করেন হাসিব।

ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হাসিব কৌশলে বাড়ি পালিয়ে যান এবং সিম পাল্টে ফেলে যোগাযোগও বন্ধ করে দেন। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

র‌্যাব আরও জানায়, মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসিব। তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হাসিবের দুই সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময়ঃ ০৮:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

রাজশাহীতে ধর্ষণ মামলায় হাবিবুল হাসান হাসিব (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রাজশাহী নগরীর সুলতানাবাদ বেদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল।

হাসিবের বাড়ি জেলার পবা উপজেলার বজরাপুর গ্রামে।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৪ বছর বয়সি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন হাসিব। এরপর পদ্মা নদীর ধারে বেড়ানোর কথা বলে একটি বাসায় নিয়ে অন্য দুজনের সহযোগিতায় ২০২২ সালের ১০ মার্চ ও ১১ জুলাই তরুণীকে ধর্ষণ করেন হাসিব।

ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হাসিব কৌশলে বাড়ি পালিয়ে যান এবং সিম পাল্টে ফেলে যোগাযোগও বন্ধ করে দেন। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

র‌্যাব আরও জানায়, মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসিব। তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হাসিবের দুই সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন