অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় একেএম জি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকালে কিবরিয়া মজুমদার কসবা সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই যুগ্ম সচিবকে কসবা থানাপুলিশে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। তিনি
[caption id="attachment_187" align="aligncenter" width="247"] বিজিবির দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।[/caption]
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।
বিজিবি সূত্রে জানাগেছে, ব্রা?হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্ম সচিব ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করেছে।
আটক যুগ্ম সচিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রজু হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বিজিবি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT