বিয়ানীবাজার উপজেলাসহ প্রতিবেশী এলাকায় গত ৩ দিন থেকে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য উদগ্রীব এই জনপদে রাত ১১টার পর থেকে বিজলী চমকানো আর গর্জনে চৈত্রমাসেই বৈশাখী আবহ বিরাজ করছে। কখনো অঝোর বৃষ্টি আবার কখনো দমকা হাওয়ার পরিবেশ বেশ উপভোগ করছেন উপজেলাবাসী। উপজেলায় প্রথম দিনে মৃদু শিলাবৃষ্টিও হয়েছে। আগামী ১ থেকে ২ দিন পর্যন্ত শিলাবৃষ্টির সাথে অকাল কালবৈশাখী ঝড় ছোবল হানার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এদিকে বৃষ্টি শুরু হওয়ার ঘন্টাখানেক পূর্বে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা এই জনপদ থাকে অন্ধকার। দমকা হাওয়া আর বিজলী চমকানোর কারণে মৌসুমের প্রথম বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ অবস্থা।
বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মাহমুদুল হাসান জানান, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। আবার কিছু ফিডার ৩৩ কেভি গ্রীডের আওতায় থাকায় তা কেন্দ্রীয়ভাবে বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, গত ৩ দিনের বৃষ্টিতে উপজেলার বেশ কয়েকটি স্পটে তার ছিড়েছে। খুঁটি ভেঙেছে, হেলে পড়েছে আরো অন্তত: ১০টি স্থানে। তারের ওপর গাছ পড়ে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্রস আর্ম, ইনসুলেটর ক্র্যাক, জাম্পারিং আউট এবং মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে আরোও কিছু স্থানে।
বিয়ানীবাজার পৌরশহরের কসবা-খাসায় গোলাবশাহ যুব সংঘের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ জানান, বৃষ্টি আসার আগেই বিদ্যুৎ লুকিয়ে যায়। এমন অবস্থা হলে আসন্ন বৃষ্টি মৌসুমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ ছাড়া আর কিছু করার নেই। তাহলে পুরো শীত মৌসুম সপ্তাহে ২-১দিন বিদ্যুৎ বন্ধ রেখে ঘন্টার পর ঘন্টা কী কাজ করলো, তা জানা উচিত।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT