১০:১০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

মসজিদে ৯০০ বছর ধরে কুরআন তিলাওয়াতের ঐতিহ্য

ডেস্ক নিউজ:
  • আপডেট সময়ঃ ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে।

পবিত্র রমজান মাসে গোটা বিশ্বের মসজিদগুলোতে ও মুসলমানদের ঘরে ঘরে কুরআন তিলাওয়াত করতে শোনা যায়। বিশেষ করে রমজানের ‘মুকাবেলে’ অনুষ্ঠান মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য। একাধিক ব্যক্তির একে অন্যকে কুরআন তিলাওয়াত করে শোনানোর এক বিশেষ পদ্ধতিই হচ্ছে মুকাবেলে। আর ৯০০ বছর ধরে এই পদ্ধতিই চালু রয়েছে তুরস্কের ঐতিহাসিক সালাহউদ্দিন আইয়ুবী মসজিদে। খবর ডেইলি সাবাহর।

প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো এবারের রমজানেও তুরস্কের শতাব্দী প্রাচীন এই মসজিদে কুরআন তিলাওয়াতের ঐতিহ্য অব্যাহত রয়েছে। দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকিরের সিলভান জেলায় অবস্থিত শতাব্দী প্রাচীন সালাহাদ্দীন আইয়ুবী মসজিদটি নয় শতাব্দী ধরে মুকাবেলের ঐতিহ্য পালন করে আসছে।

১১৮৫ সালে নির্মিত মসজিদের প্রবেশপথের শিলালিপি অনুসারে, পবিত্র রমজান মাসে দুপুর ও বিকালের (জোহর ও আসর) নামাজের পর মসজিদে মুকাবেলে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদের (সা.) সুন্নাহের ওপর ভিত্তি করে এই ঐতিহ্য ধরে রেখেছেন।

মুকাবেলের সময় ইবাদতকারীরা কোরআন তিলাওয়াত অনুসরণ করেন ও যারা তিলাওয়াত জানেন না তারা আয়াত পাঠ করা শোনেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মসজিদে ৯০০ বছর ধরে কুরআন তিলাওয়াতের ঐতিহ্য

আপডেট সময়ঃ ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

পবিত্র রমজান মাসে গোটা বিশ্বের মসজিদগুলোতে ও মুসলমানদের ঘরে ঘরে কুরআন তিলাওয়াত করতে শোনা যায়। বিশেষ করে রমজানের ‘মুকাবেলে’ অনুষ্ঠান মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য। একাধিক ব্যক্তির একে অন্যকে কুরআন তিলাওয়াত করে শোনানোর এক বিশেষ পদ্ধতিই হচ্ছে মুকাবেলে। আর ৯০০ বছর ধরে এই পদ্ধতিই চালু রয়েছে তুরস্কের ঐতিহাসিক সালাহউদ্দিন আইয়ুবী মসজিদে। খবর ডেইলি সাবাহর।

প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো এবারের রমজানেও তুরস্কের শতাব্দী প্রাচীন এই মসজিদে কুরআন তিলাওয়াতের ঐতিহ্য অব্যাহত রয়েছে। দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকিরের সিলভান জেলায় অবস্থিত শতাব্দী প্রাচীন সালাহাদ্দীন আইয়ুবী মসজিদটি নয় শতাব্দী ধরে মুকাবেলের ঐতিহ্য পালন করে আসছে।

১১৮৫ সালে নির্মিত মসজিদের প্রবেশপথের শিলালিপি অনুসারে, পবিত্র রমজান মাসে দুপুর ও বিকালের (জোহর ও আসর) নামাজের পর মসজিদে মুকাবেলে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদের (সা.) সুন্নাহের ওপর ভিত্তি করে এই ঐতিহ্য ধরে রেখেছেন।

মুকাবেলের সময় ইবাদতকারীরা কোরআন তিলাওয়াত অনুসরণ করেন ও যারা তিলাওয়াত জানেন না তারা আয়াত পাঠ করা শোনেন।

নিউজটি শেয়ার করুন