ভীতি ছড়ানো অপপ্রচার বন্ধে বিয়ানীবাজার থানা পুলিশের আহবান

- আপডেট সময়ঃ ০৪:১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে।

জনমনে ভীতি ছড়ানো অপপ্রচার বন্ধের আহবান জানিয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান। বুধবার বিয়ানীবাজার থানার দাপ্তরিক ফেসবুক পেজ থেকে এই আহবান জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশ করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও মসজিদে মাইকিং করে লোকজনকে জড়ো করা হচ্ছে। ফলে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নিরাপত্তাহীনতা বোধ তৈরী হচ্ছে। প্রকৃত ঘটনা না জেনে এভাবে Facebook Live এবং মাইকিং করে অস্থিরতা সৃষ্টি না করার জন্য সম্মানিত নাগরিকগণকে বিনীত অনুরোধ করা হচ্ছে। গুজব ছড়াবেন না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। সন্দেহজনক কোন ঘটনা গুচুরীভূত হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ বলেও জানানো হয়। কেউ কোন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখিন হলে অফিসার ইনচার্জ, বিয়ানীবাজার থানা 01320117917 অথবা তথ্য জানাতে- ডিউটি অফিসার, বিয়ানীবাজার থানা 01320117922 যোগযোগ করতে অনুরোধ করা হয়।