সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা আবারও তাদের মেধার স্বাক্ষর রেখেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় এই কলেজের ১৮ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যে এমসি কলেজ ও সিলেট জুড়ে আনন্দের বন্যা বইছে।
মেধাতালিকায় শীর্ষস্থান দখলের মুকুটে যোগ হয়েছে আরও একটি উজ্জ্বল পালক। এমসি কলেজের শিক্ষার্থী সজীব আহমেদ রুহিত ও মো. আবরার হাসান মাশফি বুয়েটের মেধাতালিকায় যথাক্রমে দ্বিতীয় ও সপ্তম স্থান অধিকার করে কলেজের মুখ উজ্জ্বল করেছে। সজীব আহমেদ রুহিত মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আব্দুল মুকিত ও রায়হা বেগমের ছেলে। অন্যদিকে, মো. আবরার হাসান মাশফি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান ও অধ্যাপক ড. কাওসারী সুলতানা দম্পতির সন্তান।
অন্যান্য কৃতী শিক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থান অধিকার করা ছাড়াও এমসি কলেজের আরও ১৬ জন শিক্ষার্থী বুয়েটের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো: নির্ভীক চক্রবর্তী (৩৮তম, সিএসই), শামীমা আক্তার শামী (৭৭তম, আর্কিটেকচার), মৌমিতা তালুকদার মৌ (২৯৯তম, সিএসই), প্রতীক রায় (৩৫০তম, সিএসই), প্রিতম সূত্র ধর (৪১৮তম, এমই), আলী হোসাইন মো. অঙ্কন (৪৫৭তম, বিই), আর্শিয়ানাওয়ার (৪৮২তম), নিঝুম চন্দ্র দে (৫৮৩তম, এমডি), নুসরাত লাবনী (৫৮৯তম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), মাহদী আহমেদ মাহী (৬১৯তম), আব্দুল্লাহ আল ফাহিম (৭৯৮তম, সিই), অর্ণব দাস দিব্য (৯২৬তম), শাফকাত আমিন নাফিস (১০২৫তম, আইপিই), শ্রেষ্ঠা তালুকদার (১১৪৩তম, এনএএমই) এবং সুকর্না চৌধুরী (১১৫৩তম, ডব্লিউআরই)।
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “মুরারিচাঁদ কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার সংবাদ অত্যন্ত আনন্দের। এটি কলেজের জন্য একটি বড় সাফল্য। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এছাড়াও মেডিকেলে সাফল্য বিবেচনায় বুয়েটের পাশাপাশি এমসি কলেজের ৩৫ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায়ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই দ্বৈত সাফল্য এমসি কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও একবার প্রমাণ করেছে।
এমসি কলেজের এই শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও মেধার মাধ্যমে এই গৌরবময় সাফল্য অর্জন করেছে। তাদের এই কৃতিত্ব শুধু এমসি কলেজের জন্য নয়, পুরো সিলেট অঞ্চলের জন্য গর্বের বিষয়। তাদের হাত ধরেই আগামীতে দেশ আরও মেধাবী প্রকৌশলী পাবে, এমনটাই প্রত্যাশা সকলের।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT