সিলেট-জকিগঞ্জ রোডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিস চৌধুরীর উদ্যোগে নির্মিত একটি সড়কের নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
জানা যায়, বিএনপির সরকারের আমলে সিলেট-জকিগঞ্জ রোডের আটগ্রাম থেকে কালিগঞ্জ যাওয়ার পথে পেট্রো-বাংলা রোডটি নির্মাণ বাস্তবায়ন ও অতঃপর উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। তৎকালীন সময়ে এই সড়কটি সহ কানাইঘাট জকিগঞ্জ আরো বহু সড়ক ব্রিজ কালভার্ট ইত্যাদি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। তিনি কানাইঘাট জকিগঞ্জ এর সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ নাম সর্বজন স্বীকৃত। কিন্তু সম্প্রতি একটি মহলের উস্কানিতে মরহুম হারিছ চৌধুরীর নাম সম্বলিত এই ফলকটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, জকিগঞ্জ-কানাইঘাটসহ সিলেটের উন্নয়নে মরহুম জাতীয় নেতা হারিস চৌধুরীর অবদান কেউ অস্বীকার করতে পারবেনা। একটি স্বার্থানেষী মহল সিলেটের কৃতীসন্তান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে তাঁর নাম মুছে ফেলতে চাচ্ছে। সেটা হতে দেয়া হবে না, কারণ জনগণের মন থেকে তাঁর নাম কখনো মুছতে পারবে না। তারা অবিলম্বে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তারা আরো বলেন, বিষয়টি ইউএনও মহোদয়ের দৃষ্টিগোচর করা হয়েছে। আমরা আশা করছি অবিলম্বে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেবেন।এ ব্যাপার জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জ-ই-মুন্না জানান, আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিতেছি। খবর নিয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT