প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ৩:১৮ এ.এম
বিয়ানীবাজার ভারতীয় চিনি ও নাসির বিড়ি সহ গ্রেফতার ২ জন

সিলেটের বিয়ানীবাজার থেকে যাত্রীর বদলে প্রাইভেটকারে বহন করা ভারতীয় চিনি ও নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গত ২০ অক্টোবর রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চারখাই বাজারে স্থানীয় জনতা চোরাচালানের মালামাল বহন করা প্রাইভেটকারসহ দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।
চিনি ও বিড়ি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, এই ঘটনায় প্রাইভেটকার চালক ও একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৪৩) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে ফাহিম আহমদ (২০)।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ বস্তা ভারতীয় চিনি ও ২ হাজার ১’শত শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে চোরাচালানের পন্যসহ দুজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT