বিয়ানীবাজার পল্লীতে দুই বছরের শিশু ধর্ষন
- আপডেট সময়ঃ ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে।
বিয়ানীবাজার পৌরশহরের পল্লীতে দুই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। স্থানীয় সুপাতলা গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, ফাঁকা বাসায় একা পেয়ে প্রতিবেশী রাজু আহমদ (১৬) নামের এক কিশোর ওই শিশুকে ধর্ষণ করে। ধর্ষক কিশোর একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এলাকায় তারা খুব প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারকে মামলা দায়ের না করতে চাপ দেয়া হচ্ছে।
এদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওই শিশুর দিনমজুর পিতা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এস.আই হোসেন জানান, অভিযুক্ত রাজুকে গ্রেফতারে অভিযান চলছে।
NEWS UP/S21.M