প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৭:৪৬ এ.এম
বিয়ানীবাজার ট্রাভেলস ব্যবসায়ীর উপর হামলায়

বিয়ানীবাজারে আল বারাকা ট্রাভেলস ব্যবসায়ী রুহেল আহমদ (৩২) এর উপর হামলায় ঘটনায় থানা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আহত ট্রাভেলস ব্যবসায়ী রুহেল আহমদের ভাই সুহেল আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ হামলার সাথে জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে, মামলার এজাহারে ১৬ জনের নাম উল্লেখ এবং ৮জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিয়ানীবাজার থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান খান জানান- মামলায় এজহারে নামের ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে রুহেল আহমদ একজন প্রতিষ্ঠিত ট্রাভেলস ব্যবসায়ী। আল বারাকা ট্রাভেলস নামের তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত রয়েছেন। তার সাথে প্রতিবেশী কয়েকজনের জায়গা-জমি বিষয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে শনিবার দুপুরে রুহেল আহমদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আসামীরা হামলা করে। হামলায় তার দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তারা তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT