বিয়ানীবাজারে মহান বিজয় দিবস পালিত, শহীদ বেদিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন
- আপডেট সময়ঃ ০৭:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে।
যথাযগ্য মর্যাদায় বিয়ানীবাজারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দিনব্যাপী উপেজলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সামাজিক সংঘঠনের পৃথক আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপজেলার কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বেদিতে প্রথমে উপজেলা প্রশাসনের পুষ্প শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্নাসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। একে একে পুষ্পার্ঘ অপর্ন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার পৌরসভা, জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, উপজেলা যুবদল, ছাত্রদল, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার গ্যাস ফিল্ড, পল্লীবিদ্যুৎ, ফায়ার সার্ভিস, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন, বিয়ানীবাজার প্রেস ক্লাব, রোটারি ক্লাব বিয়ানীবাজার, বিয়ানীবাজার লায়ন্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতকি, সামাজিক সংগঠনসহ শ্রেণি পেশার মানুষ।পরে দেশ ও জাতির উন্নতি, শান্তি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।