বিয়ানীবাজার উপজেলা সহ ৫ দফা দাবিতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজেসহ জেলার সব হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন কলেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে হাসপাতালের জরুরি সেবা ছাড়া বন্ধ ছিলো সব সেবা।
মঙ্গলবার (১১ মার্চ) সিলেট জেলার সব হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন করে হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এদিকে বিয়ানীবাজারে কমপ্লিট শার্টডাউন থাকার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন বিয়ানীবাজারের আগত রোগীরা ইন্টার্ন চিকিৎসকদের শার্টডাউন পালনে একাত্বতা প্রকাশ করে বিয়ানিবাজার চিকিৎসক পরিষদ (বিসিপি), প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রাখার আহবান জানিয়ে বিসিপি সভাপতি ডা:মাসুম আহমেদ ও সাধারণ সম্পাদক ডা. আবুল ফয়েজ আলী আহমেদ রুবেল প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে সবাই কে আহবান জানান এবং তারা বলেন
সারা দেশের চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে, আজ ১১ মার্চ ২০২৫ ইং বিয়ানীবাজারের সকল চিকিৎসক তাদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখবেন।
চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগী ও সাধারণ জনগণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
শুধুমাত্র হাসপাতালের জরুরী সেবা চালু থাকবে।
সকল চিকিৎসকের একাত্মতা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। যার কারনে বিয়ানীবাজারে দূর দূরান্তে রোগীরা বিপাকে পড়েন। শার্টডাউন এর জন্য
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, আমাদের আন্দোলন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন সঠিক ডাক্তাররা চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে ডাক্তার ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কী চিকিৎসা পাবে আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি নিয়ে। এ জন্য জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ আছে। আমরা আগামীকালের রায় পর্যন্ত অপেক্ষা করব। রায় যদি পক্ষে না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।’
এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে বহির্বিভাগে আসা রোগীরা বিপদে পড়েন।
এর আগে, সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT