বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিচ্ছে থানা পুলিশ। গত ৩ সপ্তাহে হারানো ৪টি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় এসে সাধারণ ডায়রী করেন ভূক্তভোগীরা। এরপর প্রযুক্তির সহায়তায় আমরা সেগুলো উদ্ধার করে দেই। তবে অনেক ক্ষেত্রে ফোন উদ্ধারে সময় লেগে যায়। তিনি বলেন, আইনশৃংখলা বাহিনীর কাছে এখন আধুনিক প্রযুক্তি রয়েছে। আমরা সেসব প্রযুক্তির ব্যবহার করছি। আমাদের উপর আস্থা রাখতে হবে।
সূত্র জানায়, বিয়ানীবাজার থানা পুলিশ অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারি করে থাকে।
হারানো ফোনের গ্রাহকরা বলেন, পুলিশের প্রতি আস্থা বহুগুণে বেড়ে গেছে। তারা বিয়ানীবাজার থানা পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT