যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আফতাব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানী, সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত, মৎস্য কর্মকর্তা মাশরুপা তাসলীম, কৃষি কর্মকতা উম্মে তামিমা, পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, তাজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিদ, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান, উপজেলা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, মাদ্রাসা সুপার, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপনের বিষয়ে প্রস্তুতি গ্রহন করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন।
নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন।
বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ +1586 665 4225 ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com