হবিগঞ্জের বাহুবলে পানির পাইপের কাছে ছাগল চরানো দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে আঃ সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আঃ সাত্তার উপজেলার বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মোঃ আলতা মিয়া তাদের বাড়ি অদূরে ধানের জমিতে সেলু মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার কাজ কর ছিলেন। সকালে একই গ্রামের মোছাঃ রোকেয়া বেগম (৪২) পানির পাইপের কাছে চরাতে যান । এনিয়ে সাত্তার মিয়া ও আলতা মিয়া ছাগলে পানির পাইপ নষ্ট করা আশঙ্কা নিয়ে রোকেয়া বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়। পাশের জমিতে কাজ করতে থাকা রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লা ও তার ভাই মোঃ নুরু উল্লাহ এগিয়ে এসে আব্দুস সাত্তার ও আলতা মিয়ার সাথে সংঘর্ষ শুরু হয়। এতে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে আব্দুস সাত্তার কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোছাঃ রোকেয়া বেগম (৪২) কে আটক করা হয়। সে ইয়াদ উল্লাহর স্ত্রী। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন | নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন | বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ | মোবাইলঃ +1586 665 4225
ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com