০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১০:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব। বুধবার বাংলাদেশ প্রমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য, নতুন প্রজন্মের কাছে ফুটে উঠে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।

পিঠা উৎসবে ২৫টিরও অধিক স্টলে দেশের ঐতিহ্যবাহী ৪০ প্রকারের বেশি পিঠার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, সন্দেশ, ডালপুরি সহ নানা স্বাদের পিঠার ঘ্রাণে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। স্টলগুলোতে বাসাবাড়ি থেকে তৈরি করে আনা দেশীয় সব খাবার শুভেচ্ছামূল্যে বিক্রি করে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে চলা তারুণ্যের এ উৎসব শেষ হয় দুপুর ২টায়। শিক্ষার্থীরা নিজেরাই এসব স্টল সাজিয়ে পরিবেশন করেন নানা স্বাদের পিঠা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি সহ গণমান্যব্যক্তিবর্গ এই উৎসবে অংশ নেন। এসময় শিক্ষকরা বলেন, “পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

পিঠা উৎসবে আগ্বত অতিথি ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা বলেন, পিঠাপুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনও মুছে যায়নি। পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকুক তরুণ প্রজন্মের মধ্যে।

এর আগে বিদ্যালয় হলরুমে জুলাই বিপ্লব প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী তারেক আহমদ এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সামছুল আলম’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, জনতা ব্যংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক বদরুল ইসলাম, পাতন আব্দুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তুহিন, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সেলিম আহমদ, সাবেক সদস্য শফিক আহমদ, জামিল আহমদ ও আব্দুল করিম, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছাব্বির আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাবুর রহমান ও মো আতাউর রহমান, জুলাই আন্দোলনে নিহত শহীদ তারেক আহমদের বোন তান্নি বেগম সহ আরো অনেকে।

সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহত শহীদ তারেক আহমদ এর মায়ের হাতে অনুদানের অর্থ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বর্ণাঢ্য আয়োজনে মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ১০:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব। বুধবার বাংলাদেশ প্রমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য, নতুন প্রজন্মের কাছে ফুটে উঠে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।

পিঠা উৎসবে ২৫টিরও অধিক স্টলে দেশের ঐতিহ্যবাহী ৪০ প্রকারের বেশি পিঠার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, সন্দেশ, ডালপুরি সহ নানা স্বাদের পিঠার ঘ্রাণে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। স্টলগুলোতে বাসাবাড়ি থেকে তৈরি করে আনা দেশীয় সব খাবার শুভেচ্ছামূল্যে বিক্রি করে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে চলা তারুণ্যের এ উৎসব শেষ হয় দুপুর ২টায়। শিক্ষার্থীরা নিজেরাই এসব স্টল সাজিয়ে পরিবেশন করেন নানা স্বাদের পিঠা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি সহ গণমান্যব্যক্তিবর্গ এই উৎসবে অংশ নেন। এসময় শিক্ষকরা বলেন, “পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

পিঠা উৎসবে আগ্বত অতিথি ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা বলেন, পিঠাপুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনও মুছে যায়নি। পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকুক তরুণ প্রজন্মের মধ্যে।

এর আগে বিদ্যালয় হলরুমে জুলাই বিপ্লব প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী তারেক আহমদ এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সামছুল আলম’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, জনতা ব্যংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক বদরুল ইসলাম, পাতন আব্দুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তুহিন, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সেলিম আহমদ, সাবেক সদস্য শফিক আহমদ, জামিল আহমদ ও আব্দুল করিম, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছাব্বির আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাবুর রহমান ও মো আতাউর রহমান, জুলাই আন্দোলনে নিহত শহীদ তারেক আহমদের বোন তান্নি বেগম সহ আরো অনেকে।

সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহত শহীদ তারেক আহমদ এর মায়ের হাতে অনুদানের অর্থ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন