যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে নানা আয়োজনে শ্বেত শুভ্রবসনা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করেন। এ উপলক্ষে পূজামণ্ডপ গুলো বর্ণিল সাজে সাজানো হয়। করা হয় আলোকসজ্জাও। পূজা, অঞ্জলি, আরতি, ঢাকের বাজনা আর উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লা ও বিভিন্ন হিন্দু অধ্যুষিত গ্রাম।
সকাল থেকে বিভিন্ন সরস্বতী পূজামণ্ডপে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আব্দুর রব, এডভোকেট গোপাল দত্ত, আরকে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল ঘোষ, শিক্ষক কৃপা সিন্ধু সহ প্রমুখ।
NEWS UP/S21.M
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন | নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন | বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
প্রধান কার্যালয়ঃ গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ | মোবাইলঃ +1586 665 4225
ই-মেইলঃ admin@sylhet21.com,sylhet21@gmail.com
©2024 sylhet21.com | Developed By successlifeit.com