প্রশাসনের নির্লিপ্ত থাকার সুযোগে বিয়ানীবাজারে মধ্যরাতে অবৈধভাবে কাটা হচ্ছে জমির মাটি

- আপডেট সময়ঃ ০৭:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে।

ফসলির জমির টপ সয়েল রাতে আধারে কাটা হচ্ছে বিয়ানীবাজার উপজেলার চারখাই, শেওলা ও দুবাগ ইউনিয়নসহ বেশ কিছু এলাকার হাওর থেকে। অবৈধভাবে মাটি কাটায় জমির উর্বরতা বিনষ্টের সাথে প্রভাব পড়ছে পরিবেশে। একই সাথে ট্রাক্টর বা ট্রাকে করে মহাসড়ক দিয়ে মাটি পরিবহণ করায় বাড়ছে দুর্ঘটনার ঝুকি। প্রশাসনের নজরে মধ্যে এসব ঘটলে দায়িত্বশীলদের নিরবতায় নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
রাতের আধারে এস্কেভেটরসহ ভারি যন্ত্র দিয়ে কাটা হচ্ছে মাটি। পরিবহণ করা হচ্ছে মহাসড়ক দিয়ে। এ চিত্র দেখা যায় চারখাই-জকিগঞ্জ রোড়ের চারখাই এলাকায়। সেখানে বিয়ানীবাজার থানা পুলিশের একটি ফাড়ি থাকলেও পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। একই সাথে দুবাগ ইউনিয়নের কয়েকটি এলাকায় এবং শেওলা ইউনিয়নের বেশ কিছু এলাকায় মাটি কাটা হচ্ছে মধ্য রাতে।
প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষ বিক্ষব্ধ হয়ে নিজে থেকে ব্যবস্থা নিয়ে নিতে জানিয়ে চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী বলেন, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হবে।
সড়কের উপর পড়ে থাকা মাটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন জানিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী আবুল কাশেম বলেন, রাস্তায় পড়ে থাকা মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শিকার হচ্ছে মানুষ।
চারখাইয়ে পুলিশ ফাড়ির থাকার পরও রাতের বেলা সড়ক দিয়ে বিনা বাধায় জমির মাটি পরিবহণ হচ্ছে জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, এলাকার মানুষের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না ।
কোন অভিযোগ বা তথ্য পাননি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, কোন অভিযোগ কেউ করেনি। এখন জানলাম ব্যবস্থা নেয়া হবে।
মধ্যরাতে মাটি কাটা হচ্ছে- বিষয়টি সহজে অনুমেয় প্রক্রিয়াটি অবৈধ। প্রশাসন কিংবা পুলিশ এ বিষয়ে নিরব থাকায় এলাকায় নানা প্রশ্নের সাথে দেখা দিচ্ছে ক্ষোভ।